
স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি মনে করছেন, এ বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ আয়োজন করা সম্ভব নয়। আইসিসির এ পর্যন্ত যে সভা হয়েছে সেখান থেকে এমনই ধারণা পাওয়া যায়। তার মতে, বিশ্বকাপ চলাকালীন যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তাহলে সবার মধ্যেই ভীতি ছড়িয়ে পড়বে।
এর আগে বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল ইডিংস জানান, এ বছর টি-২০ বিশ্বকাপ আয়োজনের চিন্তা অবাস্তব। তার ওই বক্তব্যের পরই টি-২০ বিশ্বকাপ নিয়ে শঙ্কার কথা বলেছেন আইসিসির গর্ভনিং কমিটির সদস্য মানি।
পিসিবির চেয়ারম্যান এবং আইসিসির অর্থ ও বাণিজ্য স্বত্ব কমিটির প্রধান মানি বলেন, ‘আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে এবং সবার মনে হয়েছে, এ বছর টি-২০ বিশ্বকাপ আয়োজন সম্ভব না। সামনে আবার ২০২১ ও ২০২৩ বিশ্বকাপ আছে। তার মধ্যের যে ফাঁকা বছরটা আছে ওর সঙ্গেই সমন্বয় করতে হবে টি-২০ বিশ্বকাপের। আল্লাহ না করুন, যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তার প্রভাব হবে খুবই ভয়াবহ।’
করোনা পরবর্তী প্রথম ক্রিকেট শুরু করতে যাচ্ছে ইংল্যান্ড। এরই মধ্যে ইংল্যান্ড সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানও যাচ্ছে ইংল্যান্ডে টেস্ট ও টি-২০ খেলতে। এহসান মানি মনে করেন, এই মুহূর্তে দ্বিপাক্ষিক সিরিজ ঠিক আছে। কিন্তু ১২ থেকে ১৬ দল এক জায়গায় থাকবে, একে অপরের বিপক্ষে খেলবে এটা ভাবা অসম্ভব। তিনি তাই মনে করেন না, ২০২০ সালে কোন বিশ্বকাপ হতে যাচ্ছে। তার মতে, আগামী তিন-চার সপ্তাহের মধ্যে সকল স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে টি-২০ বিশ্বকাপের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।