সেই ঐতিহাসিক জার্সি দান ম্যারাডোনার

দৈনিক দৈনিক

সত্য প্রকাশ

প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২০ | আপডেট: ১১:২৬:পূর্বাহ্ণ, মে ১৬, ২০২০
সেই ঐতিহাসিক জার্সি দান ম্যারাডোনার

দৈনিক সত্য প্রকাশ ডেস্কঃ কদিন আগে নিজ ক্লাব জিমনেসিয়া থেকে পুরো বেতন নেননি। এরপর ব্যক্তিগতভাবে কয়েকটি জায়গায় অর্থ সহায়তাও করেছেন তিনি। এবার নিজের ৮৬-র বিশ্বকাপ জয়ের জার্সিও দান করে দিলেন।

অবশ্য এর পেছনে আছে নানা কারণ। অন্যান্য দেশের মতো আর্জেন্টিনায়ও গ্রাস করেছে প্রাণঘাতী করোনা। যার ফলে নিম্ন আয়ের মানুষ পড়েছেন আর্থিক সংকটে। বিশেষ করে ম্যারাডোনার জন্মস্থান বুয়েনস আইরেসে এর প্রভাব অনেক বেশি। বহু লোক ঘরবন্দি।

তাদের সাহায্য করতেই মূলত জার্সিটা নিলাম হওয়ার কথা ছিল। কিন্তু পরে লটারি করে তা দান করা হয় আক্রান্তদের পাশে থাকা মানুষদের। যার বিনিময়ে অসহায় মানুষরা পেল স্যানিটাইজার, মাস্ক ও কিছু খাদ্য।

এ নিয়ে বেশ আবেগপ্রবণ সেখানকার এক বাসিন্দা। নাম তার মার্তা গুতিরেস। তিনি বলেন, ‘আমাদের কত বড় উপকার যে হলো তা কল্পনাও করতে পারবেন না দিয়েগো। এই দান অমূল্য। যতদিন বেঁচে থাকব ততদিন এই দান মনে রাখব।

কারণ দিয়েগো আমাদের কাছে নিছকই একজন ফুটবলার নন, দেবতার মতো।’ এদিকে দান করা জার্সিতে আর্জেন্টাইন কিংবদন্তি লিখেছেন, ‘আমরা এই অবস্থা কাটিয়ে উঠতে পারব।’ এই অবস্থা মানে করোনার এই ক্রান্তিকালকে বুঝিয়েছেন তিনি।