
নিউজ ডেস্কঃ ইতালির সর্বোচ্চ ফুটবল লিগ সিরি আ’ শুরুর একটা আভাস পাওয়া গিয়েছিল। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুহার কমছে। দেশটির স্বাস্থ্য বিভাগ থেকে তাই স্বতন্ত্রভাবে ফুটবলার এবং অন্যান্য ক্রীড়াবিদদের অনুশীলন শুরুর অনুমিত দেওয়া হয়েছে। রোনালদোরা মাঠে গিয়ে সোমবার থেকে অনুশীলন শুরু করতে পারবেন বলে জানানো হয়। তবে সেটাও আলাদাভাবে।
এছাড়া দেশটিতে ১৮ মের আগে দলগতভাবে অনুশীলন করার অনুমিত দেয়নি স্বাস্থ্য বিভাগ। তবে অনুশীলন যেহেতু শুরু হচ্ছে জুনের শুরুতে লিগ মৌসুমের বাকি ম্যাচগুলো আয়োজনের গুঞ্জন শোনা যাচ্ছিল। ফুটবলাররা একসঙ্গে অনুশীলন করতে পারবেন বলেও মনে করা হচ্ছিল। সেই গুঞ্জন উড়িয়ে দিলেন ইতালির ক্রীড়ামন্ত্রী ভিনসেনেজো স্পাদোফোরা। তিনি জানিয়ে দিয়েছেন, কোথায় কী গুঞ্জন উঠেছে। কে কী বললো বা লিখলো তাতে কিছু যায় আসে না। তিনি শুধু জানেন, এই পরিস্থিতিতে এখনই ইতালিতে ফুটবল ফিরছে না।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ‘সামাজিক মাধ্যমে অনেক অদ্ভূত কথা বার্তা চোখে পড়ছে। কিন্তু ফুটবল শুরু হওয়া নিয়ে আমি যা বলেছি তাতে কোন পরিবর্তন আসছে না। ক্লাবগুলোর দলীয় অনুশীলন ১৮ মে’র আগে শুরু হচ্ছে না। আর লিগ শুরু কখন হচ্ছে? শুধু বলতে পারি, দ্রুতই শুরু হচ্ছে না।’
তিনি বলেন, ‘আমার কিছু করার নেই। আমাকে অন্য খেলাধুলা এবং সেগুলোর অনুশীলন কেন্দ্র যেমন সুইমিং পুল, ড্যান্স সেন্টার, জিম এগুলো সুরক্ষিত সে ব্যাপারে নিশ্চিত হতে হবে।’ করোনার কারণে মার্চ থেকে বন্ধ আছে ইতালির সর্বোচ্চ লিগ সিরি আ’। তবে জার্মান বুন্দেসলিগা ১৬ মে শুরু হতে পারে বলে আভাসা পাওয়া গেছে। ফ্রান্সের লিগ ওয়ান মৌসুম বাতিল হয়ে গেলেও স্প্যানিশ লা লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলাররা চলতি মাসেই অনুশীলন শুরু করবেন বলে মনে করা হচ্ছে।