পুলিশের সহায়তায় পথেই সন্তান প্রসব

দৈনিক দৈনিক

সত্য প্রকাশ

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, মে ১৬, ২০২০ | আপডেট: ১২:২১:অপরাহ্ণ, মে ১৬, ২০২০
পুলিশের সহায়তায় পথেই সন্তান প্রসব

নিউজ ডেস্কঃ পুলিশ যখন সাধারণ মানুষের ওপর অন্যায়-অত্যাচার চালায়, তখন তাদের স্রেফ পুলিশই মনে হয়। আবার পুলিশ যখন জনগণের কষ্টে মানবিক দিক থেকে সাড়া দিয়ে এগিয়ে আসে, তখন তাদের মনে হয় মানুষ।পুলিশের এমন মানবিকতার উদাহরণ দেখা গেল লকডাউনে পীড়িত ভারতের যোধপুরে। খবর টাইমস অব ইন্ডিয়ার

এমনিতে লকডাউনে রাস্তায় বেরোলেই লাঠিপেটা করে রাজস্থান পুলিশ। তবে মানুষও আর কাঁহাতক ঘরে বসে থাকতে পারে। তাই সরকারি নির্দেশিকা অমান্য করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন বহু মানুষ। তাদের বাড়িতে পাঠাতে পুলিশের বিরুদ্ধে লাঠি চালানোর অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতেই পুলিশের মানবিক মুখ দেখা গেল। ঘটনাটি ঘটেছে পশ্চিম যোধপুরে।  বিলম্বে খবরে আসা এ ঘটনাটি ঘটেছে গত ৪ মে।

প্রসব যন্ত্রণা শুরু হওয়ায় একটি গাড়ি জোগাড় করে কোনরকমে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল ওই প্রসূতিকে। মাঝ পথে গাড়ি বিকল হয়ে পড়ে, তখন সাহায্যের জন্য এগিয়ে আসেন যোধপুরের ডিসিপি প্রীতি চন্দ্র।

প্রসবের পর ওই নারী জানিয়েছেন, ডিসিপি প্রীতি চন্দ্র নিজে পুরো বিষয়টি দায়িত্ব নেন। জানা গেছে, ওই নারীর জন্য তাঁবু খাটিয়েছেন পুলিশ। সেখানে কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন। সেখানেই প্রসব হয় তার। পুলিশের এই মানবিক কাজের জন্য মেয়ের নামও প্রীতি রাখা হয়েছে।