
দৈনিক সত্য প্রকাশ ডেস্কঃ করোনাভাইরাস আর রমজান মাসকে পুঁজি করে ভোক্তার সঙ্গে প্রতারণা করছে কিছু অসাধু ব্যবসায়ী। কারসাজি করে বেশি দামে পণ্য বিক্রি করছেন তারা। এছাড়া ওজনে কম দেয়া ও নিত্যপণ্যের মূল্য প্রদর্শন করছেন না। এসব অপরাধে সারাদেশে ৯২টি পাইকারি ও খুচরা বাজারের ১৯৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন জেলায় অভিযান করে এসব জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।