পাকা আম, দাম চড়া বাজারে এসেছে

দৈনিক দৈনিক

সত্য প্রকাশ

প্রকাশিত: ৬:৫৩ পূর্বাহ্ণ, মে ৯, ২০২০ | আপডেট: ৬:৫৩:পূর্বাহ্ণ, মে ৯, ২০২০
পাকা আম, দাম চড়া বাজারে এসেছে

দৈনিক সত্য প্রকাশ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন বাজারে পাওয়া যাচ্ছে পাকা আম। নির্ধারিত সময়ের বেশ আগেই বাজারে আসা এই পাকা আমের কেজি বিক্রি হচ্ছে ২৫০ টাকা পর্যন্ত। এমন চড়া দামে বিক্রি হলেও প্রকৃত পাকা আমের কোনো স্বাদ নেই এ আমে। এমনকি বেশিরভাগ আমের আঁটিও শক্ত হয়নি। রাসায়নিক দিয়ে পাকানো এ আম অতিরিক্ত মুনাফার আশায় একশ্রেণির ব্যবসায়ী বাজারজাত করছেন।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাতক্ষীরা অঞ্চল থেকে এসব আম ঢাকায় আসছে। রাজধানীর পাইকারি ফলের আড়ত বাদামতলীর কিছু ব্যবসায়ীর পাশাপাশি কারওয়ান বাজার ও যাত্রাবাড়ীর কিছু পাইকারি ব্যবসায়ী এই আম খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন।