টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু ২৫ টাকা কেজি

দৈনিক দৈনিক

সত্য প্রকাশ

প্রকাশিত: ৬:৪৬ পূর্বাহ্ণ, মে ৯, ২০২০ | আপডেট: ৬:৪৭:পূর্বাহ্ণ, মে ৯, ২০২০
টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু ২৫ টাকা কেজি

দৈনিক সত্য প্রকাশ ডেস্কঃ ২৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ শনিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এতদিন এই পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৩৫ টাকা কেজি। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির।

তিনি বলেন, ‘আজ থেকে ২৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। প্রায় ৫০৫ স্পটে ট্রাকে এবং বিভিন্ন ডিলারের মাধ্যমে এ কার্যক্রম চলছে। পাশাপাশি এসব স্পটে টিসিবির অন্যান্য পণ্যও বিক্রি হচ্ছে।