এডুকেশনের কার্যকারিতা অনলাইন জরিপ করবে ইউজিসি

দৈনিক দৈনিক

সত্য প্রকাশ

প্রকাশিত: ৮:৩০ পূর্বাহ্ণ, মে ৯, ২০২০ | আপডেট: ৮:৩০:পূর্বাহ্ণ, মে ৯, ২০২০
এডুকেশনের কার্যকারিতা অনলাইন জরিপ করবে ইউজিসি

দৈনিক সত্য প্রকাশ ডেস্কঃ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইন এডুকেশন লার্নিং পলিসি জরিপ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ লক্ষ্যে উচ্চশিক্ষায় অনলাইন এডুকেশনের ভূমিকা ও কার্যকারিতা সংক্রান্ত একটি জরিপ কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সংক্রান্ত একটি কোশ্চেনেয়ার (মতামত জরিপের কাজে ব্যবহৃত প্রশ্নমালা) তৈরি করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

কোশ্চেনেয়ারটি বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান এবং ফ্যাকাল্টি সদস্যদের দিয়ে পূরণের মাধ্যমে একটি প্রাথমিক ডাটাবেজ তৈরি করা হবে। যা বর্ণিত নীতিমালা প্রস্তুতে কার্যকরী ভূমিকা রাখবে।