
নিউজ ডেস্কঃ করোনাভাইরাস মোকাবিলায় সরকারের সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে আরও ৪ হাজার ২৫০ কোটি টাকা (৫০০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণের অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই ঋণের অনুমোদন দেয়ায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সরকারের পক্ষে এডিবির প্রেসিডেন্ট মাসাতাসুগু আসাকাওয়াকে তাৎক্ষণিভাবে ধন্যবাদ জানিয়েছেন।
বৃহস্পতিবার (৭ মে) এই ঋণ অনুমোদন করা হয়েছে বলে ঢাকার এডিবির কার্যালয় অর্থমন্ত্রণালয়কে নিশ্চিত করেছে। এরপরেই ধন্যবাদ জানান মন্ত্রী।