
বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানসহ মন্ত্রিসভার সদস্যের করোনায় আক্রান্ত হওয়ার তালিকা দিন দিন দীর্ঘ হচ্ছে। সবশেষ আজ শুক্রবার মহামারি নভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ফিরোজউদ্দিন ফিরোজ।
দেশটির সরকারি কর্তৃপক্ষ আজ এক বিবৃতি দিয়ে জানিয়েছে, আজ নতুন করে ২১৫ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী ফিরোজ রয়েছেন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৭৭৮ জন।